
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় হাকিমপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাকিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাত হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেনযশোর চেম্বার অফ কমার্সের সভাপতি, সাবেক যশোর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ স¤পাদক জেলা বিএনপির সদস্য ও যশোর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান।হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য ও যশোর-২ আসনের ধানের শীষেরমনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এম এ সালাম, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দীন খান আলী, সাংগঠনিক স¤পাদক মোস্তাফিজুর রহমার মোস্তাক, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান প্রমুখ। এ সময় ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ মহিলা দলের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়শা/২৬ আগস্ট ২০২৫/রাত ৮:৩০