
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগড়” শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ডোমার উপজেলার মির্জাগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হামিদ শাহীন, সহকারী অধ্যপক আব্দুল কাদের এবং অফিস সহকারী হিতেন্দ্র নাথ রায়, জাহিদ হোসেন বাবু।
রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের হলরুমে শিক্ষকদের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজের সহকর্মীবৃন্দ। বাংলা বিষয়ে জ্যেষ্ঠ প্রভাষক সাহানা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় ঘোষ। অতিথি হিসাবে বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, মির্জাগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, জোড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান, হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও সাবেক প্রভাষক ইলিয়াস হোসেন, প্রভাষক রহিদুল ইসলাম, কাওছার আলম বকুল, শামীম আশরাফী, তহিদুল ইসলামসহ বর্তমান ও সাবেক শিক্ষর্থীগণ বিদায়ী স্যারদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। আনোয়ার হামিদ শাহীন ১৯৯৫ সালে কলেজের প্রতিষ্ঠা লগ্নথেকে দীর্ঘ ৩০ বছর যাবত সততা ও নিষ্ঠার সাথে অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব পালন করে আজ অবসরে যান তিনি। আলোচনা শেষে বিদায়ী স্যারদের সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। শেষে প্রিয় শিক্ষককে ফুলে সাজানো গাড়িতে উঠিয়ে বিদায় জানান। এসময় সহকর্মী ও শিক্ষার্থীদের নয়ন অশ্রুজলে কান্নায় চারপাশে পরিবেশ যেন ভারি হয়ে উঠে।
আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১১:৫০