ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

Anima Rakhi | আপডেট: ২০ আগস্ট ২০২৫ - ০৭:০৭:৪৯ পিএম

ডেস্ক নিউজ : সেপ্টেম্বরের ১০ তারিখ আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে বলে নির্বাচন কমিশন। তালিকা চূড়ান্ত করা হবে ২০ অক্টোবর।

বুধবার (২০ আগস্ট) উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করত: এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি, আপত্তি গ্রহণ এবং সেগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার ওপর আপত্তি গ্রহণের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর।

খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে ২০ অক্টোবর।

কুইকটিভি/অনিমা/২০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০৭

▎সর্বশেষ

ad