দৌলতপুর সীমান্তে ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক-২

Ayesha Siddika | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ - ১১:০৬:৪৭ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকার বিভিন্ন প্রকার মাদক, ২টি বিদেশী পিস্তুল ও গুলিসহ হত্যা মামলার এক আসামি সহ ২জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর ৪ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/১১-এস হতে আনুমানিক ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীগঞ্জ নামক স্থানে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল বিশেষ অভিযান চালায়।

অভিযানে রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পুরাতন ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) এবং একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর গ্রামের শওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯) কে আটক করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তুল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল ও ৫০ এমএল’র ২০ বোতল এলএসডি। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪২ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা বলে বিজিবি সুত্র নিশ্চিত করেছে।

শনিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারী হিসেবে পরিচিত। উল্লেখ্য, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

মাদক ও অস্ত্রসহ ২জন আটকের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের দৌলতপুর থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আয়শা/১৬ আগস্ট ২০২৫/রাত ১১:০৫

▎সর্বশেষ

ad