গার্দিওলাকে ক্লাব ছাড়ার বিষয়ে কিছুই বলেননি সাভিনিয়ো ও এডারসন

Ayesha Siddika | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ - ০৯:৪৯:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা দাবি করেছেন যে, সাভিনিয়ো ইনজুরিতে পড়েছেন। যে কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে এডারসন তার ট্রান্সফার পরিস্থিতির কারণে দলে নেই, ব্যাপারটা এমন নয়। 

পেপ গার্দিওলা বলেন, ‘এডারসন আমার কাছে এসে বলেননি যে তিনি চলে যেতে চান। যদি ওরা যেতে চাইত, তাহলে আমার সঙ্গে কথা বলতো, সেটা ওরা করেনি। এ ছাড়া সাভিনিয়ো ইনজুরিতে, তার কয়েক সপ্তাহ সময় লাগবে।’ 
 
গত কয়েকদিন ধরে সিটির গোলরক্ষক এডারসন ও উইঙ্গার সাভিনিয়োর দল ছাড়ার গুঞ্জন চলছে। তবে বিষয়টিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না পেপ গার্দিওলা। এবং কি এই দুই ফুটবলারের কেউই ক্লাব ছাড়ার কথা জানায়নি বলেও জানিয়েছেন পেপ। 
 
ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনকে পেতে অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছে সৌদি ফুটবল। কিন্তু ক্লাব কিংবা গার্দিওলা, কেউেই ছাড়তে চায় না অভিজ্ঞ এই গোলরক্ষককে। সিটির সঙ্গে এডারসনের চুক্তি আছে ২০২৬ সালের জুন পর্যন্ত। অন্যদিকে কিছু সংবাদমাধ্যমে খবর আসছে, সিটিতে এডারসনের উত্তরসূরি হতে পারেন ইতালিয়ান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। 
 
তবে এডারসনকে ধরে রাখতে আশাবাদী পেপ গার্দিওলা। ‘এডারসন আমার কাছে এসে বলেনি যে, সে ক্লাব ছাড়তে চায় বা তার কাছে কোনো প্রস্তাব এসেছে। এখানে সবাই আমাদের খেলোয়াড় এবং আমি তাদের ভালোবাসি। কেউ জানে না, (দল বদলের সময় শেষ হওয়ার আগে) আগামী তিন সপ্তাহের মধ্যে কী ঘটবে।’ 

আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিয়োর দিকে নজর আছে টটেনহ্যাম হটস্পারের। তবে তাকেও ছাড়তে নারাজ সিটি কোচ। ‘টটেনহ্যাম বা অন্য যে কোনো ক্লাব হোক, একজন খেলোয়াড়ের তার ক্লাবকে বলা উচিত যে সে চলে যেতে চায়। এই মুহূর্তে আমি শুধু সাভিনিয়োর আমাদের সঙ্গে থাকা নিয়ে ভাবছি।’

 

 

আয়শা/১৬ আগস্ট ২০২৫/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad