জিশান-আফিফের ব্যাটে নেপালের বিপক্ষে বাংলাদেশের ১৮৩

Ayesha Siddika | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ - ০৬:০১:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ডারউইনে জিশান-আফিফের ব্যাটে ৬ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগের ম্যাচে ১৭ বলে ৩৩ রান করা জিশান আজ করলেন ৭৩। ৪৬ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৪টি চার ও ৫টি ছয়ের মারে।

উদ্বোধনী জুটিতে জিশান মোহাম্মদ নাইমের সঙ্গে ৬২ রানের জুটি গড়েছিলেন। নাইম ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরেন। ওয়ানডাউনে নামা সাইফ হাসান ধীরগতিতে খেললেও জিশানের কল্যাণে বাংলাদেশের রানের চাকা সচল ছিল। তিনি আউট হন দলীয় ১১১ রানে।

জিশানের পর রানের চাকা সচল রাখার কাজটি করেছেন আফিফ। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। সাইফ হাসান ১১ বলে ১১, নুরুল হাসান সোহান ১১ বলে ৫ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৭ বলে ৭ রান করে আউট হয়ে গেলেও আফিফ থামেননি। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৩ বলে ৪৮ রান করে।

আফিফ নিজের ইনিংসে মেরেছেন ৯টি চার। নেপালের হয়ে ২টি উইকেট পেয়েছেন রিজান ঢাকাল। একটি করে উইকেট নেন কারান কেসি, সন্দ্বীপ লামিচানে ও নন্দন যাদব।

 

 

কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad