ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আশুলিয়ায় ছিনতাই ও চোরচক্রের ৫ জন গ্রেফতার 

Ayesha Siddika | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ - ০১:১৯:০৮ পিএম

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাই ও চোরচক্রের ৫জন সদস্যকে গ্রেফতার করেছেন ঢাকা জেলা ডিবি (উত্তর) গোয়েন্দা। শুক্রবার দুপুরে এবিষয়ে নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার নরসিংহপুর ও নবীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জামালপুর জেলার তুলশিপুর গ্রামের মৃত আরিফ মিয়ার ছেলে লাল চাঁন ওরফে বাদশা, ঢাকা জেলার আশুলিয়ার কুরগাওর আব্দুস সালামের ছেলে স্বাধীন হাসান, মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা উত্তরপাড়ার মৃত আব্বাসের ছেলে রুবেল খান। অন্যরা হলো গাজিপুর জেলার কাশিমপুরের লতিফপুর গ্রামের শুকুর আলীর ছেলে শহীদুল ইসলাম এবং একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে সৌরভ খান। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অবস্থান করে ছিনতাই, চুরি-ডাকাতি সহ নানা অপকর্ম করতো।
আটককৃতরা ডাকাতি, ছিনতাই ও চুরিসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় যে, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাই সহ নানা অপকর্মের একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এবিষয়ে জানান ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

 

 

আয়শা/২৯ আগস্ট ২০২৫/দুপুর ১:১২

▎সর্বশেষ

ad