ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

৩৬ বিলিয়ন সূর্যের ভর বিশিষ্ট কৃষ্ণগহ্বরের সন্ধান

Anima Rakhi | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ - ১১:০২:০৬ এএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন, যা এখন পর্যন্ত শনাক্ত হওয়া বৃহত্তমগুলোর মধ্যে অন্যতম। এর ভর সূর্যের তুলনায় প্রায় ৩৬ বিলিয়ন গুণ অর্থাৎ এটি মিল্কিওয়ের কেন্দ্রীয় কৃষ্ণগহ্বরের তুলনায় প্রায় ১০ হাজার গুণ বেশি।

এই অতিকায় কৃষ্ণগহ্বরটির অবস্থান ‘কসমিক হর্সশু’ নামে পরিচিত এক বিশালাকার গ্যালাক্সির কেন্দ্রে। এটি পৃথিবী থেকে প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্যালাক্সিটি এতটাই ভরসম্পন্ন যে এটি আশপাশের স্থান-সময়কে বাঁকিয়ে দেয় এবং দূরের একটি গ্যালাক্সি থেকে আসা আলোর পথ পরিবর্তন করে ঘোড়ার নালের মতো ‘আইনস্টাইন রিং’ তৈরি করে।

গবেষকরা এই কৃষ্ণগহ্বরের ভর নির্ধারণ করেছেন গ্র্যাভিটেশনাল লেন্সিং (বৃহদাকার বস্তুর কারণে আলোর বাঁক) এবং স্টেলার কাইনেম্যাটিক্স (কৃষ্ণগহ্বরের চারপাশে নক্ষত্রের গতিবেগ পরিমাপ)- দুই পদ্ধতির সমন্বয়ে। মিল্কিওয়ের কেন্দ্রীয় কৃষ্ণগহ্বরের চারপাশে নক্ষত্রের গতি তুলনামূলক কম হলেও এই কৃষ্ণগহ্বরের কাছে নক্ষত্ররা ঘণ্টায় প্রায় ১৪.৪ লাখ কিলোমিটার (প্রতি সেকেন্ডে প্রায় ৪০০ কিমি) বেগে ঘুরছে।

গবেষণা দলের প্রধান ব্রিটেনের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ-এর প্রফেসর থমাস কোলেট জানান, “এটি শীর্ষ ১০ বৃহত্তম কৃষ্ণগহ্বরের মধ্যে একটি এবং সম্ভবত সবচেয়ে বড়। দুইটি স্বতন্ত্র প্রমাণ পদ্ধতি এর ভর নির্ধারণে অসাধারণ দৃঢ়তা দিয়েছে।” ব্রাজিলের ইউনিভার্সিদাদে ফেডারাল দো রিও গ্রান্দে দো সুলের গবেষক কার্লোস মেলো বলেন, “এটি গুরুত্বপূর্ণ কারণ এ ধরনের নিঃশব্দ কৃষ্ণগহ্বর সাধারণত শনাক্ত করা কঠিন।”

‘কসমিক হর্সশু’-কে বিজ্ঞানীরা এক ধরনের ‘ফসিল গ্রুপ’ গ্যালাক্সি হিসেবে চিহ্নিত করেছেন, যা অতীতে বহু গ্যালাক্সির সংমিশ্রণে তৈরি হয়েছে। কেন্দ্রীয় কৃষ্ণগহ্বরটিও একসময়ের একাধিক কৃষ্ণগহ্বরের মিলনের ফল। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) ইউক্লিড স্পেস টেলিস্কোপ ভবিষ্যতে এ ধরনের আরও অতিকায় কৃষ্ণগহ্বর শনাক্তে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে যা গ্যালাক্সি গঠন ও বিবর্তন বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সূত্র- সায়েন্স এলার্ট।

কুইকটিভি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/সকাল ১১:০১

▎সর্বশেষ

ad