মনিরামপুরে যুব দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ - ০৮:১৫:০২ পিএম

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরে র‌্যালী, আলোচনাসভা, ঋণ ও সনদ বিতরনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য- ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক আংশিদারিত্বে আগ্রগতি’।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) নিয়াজ মাখদুম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, বিএডিসি’র (পাটবীজ) উপ-সহকারী পরিচালক মাসুম বিল্লাহ, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল, উদ্যোক্তা আব্দুস সাত্তার, শফিকুজ্জামান প্রমুখ। যুব উন্নয়ন অফিস সুত্রে জানাযায়, যুব দিবসে এবারে ২৫ জন প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব ঋণ হিসাবে মোট ২২ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র দেওয়া হয়।

 

 

আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ৮:২১

▎সর্বশেষ

ad