রপ্তানি আয়ের বিপুল অর্থ গায়েব!

Ayesha Siddika | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ - ০৫:১১:৪৪ পিএম

ডেস্ক নিউজ : বাণিজ্যিক প্রতিষ্ঠান কেয়া কসমেটিক্স লিমিটেডের রপ্তানি আয়ের ৬৬ কোটি মার্কিন ডলার (৮ হাজার ৫২ কোটি টাকা) আত্মসাতের অভিযোগ উঠেছে চারটি ব্যাংকের বিরুদ্ধে। একটি জাতীয় দৈনিকের সম্পাদকীয় নিবন্ধে জানা গেছে, ব্যাংকগুলোতে বাণিজ্যিক প্রতিষ্ঠানটির রপ্তানি আয়ের বিপুল পরিমাণ অর্থ জমা না হওয়ার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তের আবেদন করায় উলটো ব্যাংকগুলো ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে। জানা গেছে, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বিপুল অঙ্কের অর্থের কোনো অস্তিত্ব নেই এসব ব্যাংকে।

সংশ্লিষ্টদের ধারণা, ব্যাংকগুলোর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে গেল ২০ বছরের (২০০৩ থেকে ২০২৩) বিভিন্ন সময়ে এই অনিয়মের ঘটনা ঘটেছে। জানা গেছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠানটি প্রথম দফায় উল্লিখিত সমস্যাটি তুলে ধরে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানটি ঘটনার তদন্ত চেয়ে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকেও (এফআরসি) চিঠি দেয়। চিঠি দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নির্বাহী কর্মকর্তাদেরও।

পরিস্থিতি উত্তরণে শর্ষের ভূতকে চিহ্নিত করা খুবই প্রয়োজন উল্লেখ করে নিবন্ধে বলা হয়, প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ করতে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার বাধ্যবাধকতা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করেছে কিনা, কর্তৃপক্ষকে দ্রুত তদন্তের মাধ্যমে তা উদ্ঘাটন করতে হবে।

 

 

আয়শা/১৩ আগস্ট ২০২৫/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad