শার্শায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১১ আগস্ট ২০২৫ - ১০:৩৮:৫৪ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় শার্শা উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শওকত মেহেদী সেতু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমির মাওঃ আজিজুর রহমান, শার্শা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আফরোজা বানু, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান, শার্শা উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ, যুবউন্নয়ন অফিসার গোলাম ফারুক, শার্শা থানা অফিসার ইন চার্জ (তদন্ত) খন্দকার শাহ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সালমা চৌধুরী, শার্শা উপজেলা মহিলা শিশু বিষয়ক অফিসার জাহান ই গুলশান , সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম, মাধ্যমিক কো অডিনেটর আক্তরিুজ্জামা, প্রাথমকি শিক্ষা অফিসার রেহেনা খাতুন, শার্শা মাধ্যমিক পাইলট সরকারী স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বুরুজ বাগান হাই স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলী, শার্শার হাইওয়ে থানার সার্জেন্ট জুয়েল, সাংবাদিক মিলন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় শার্শা উপজেলার সার্ভিক আইন শৃঙ্খলা, মাদক, মানব পাচার, চুরি, আগামী জাতয়ী সংসদ নির্বাচনে ভোটার হাল নাগাদ, জুয়া, অন লাইন জুয়া ও শার্শা উপজেলা সীমান্ত এলাকায় অতি বৃষ্টি ও ভারতয়ি পানিতে ফসলী মাঠ, মৎস ঘের, সামাজিক রাস্তা ঘাটের ক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত বক্তারা শার্শা উপজেলার বাগআঁচড়া , জামতলা, নাভারন যাদবপুরসহ মাদক বিক্রির স্পট গুলোতে পুলিশ প্রশাসনকে কঠোর ভাবে অভিযান চালানোর আহবান জানান। উক্ত সভায় সকলের উপস্তিতিতে শার্শা উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

 

য়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১০:৩২

▎সর্বশেষ

ad