
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বোমা হামলা মামলার পলাতক আসামি ঝাপা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সন্ত্রাসী শিমুল হোসেনসহ তিন জনকে গ্রেফতার করে। পুলিশ তাদেরকে আদালতে চালান দেয়।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজগঞ্জ মোবারকপুর গ্রাম থেকে ঝাপা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বোমা হামলা মামলার পলাতক আসামি সন্ত্রাসী শিমুল হোসেনকে গ্রেফতার করা হয়। শিমুল ওই গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে। এছাড়া গ্রেফতার করা হয় ওয়ারেন্টভূক্ত দুই আসামি।
এরা হলো উপজেলার আটঘরা গ্রামের জহিরুল ইসলামের ছেলে সোহেল রানা ও বালিধা গ্রামের আফসার উদ্দিনের ছেলে মেসবাহুস সাদেকিন ভূট্টো। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান জানান, গ্রেফতারকৃত তিনজনকে রোববার দুপুরে আদালতে চালান দেওয়া হয়।
আয়শা/১০ আগস্ট ২০২৫/রাত ১১:৪৩