
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ২১ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ এবং ১১ জন অনাহারে মারা গেছেন।
সম্প্রতি এসব মৃত্যুর ঘটনা বেড়েছে, কারণ গত মে মাসের শেষ দিকে সম্পূর্ণ অবরোধ আংশিক তুলে নেওয়ার পরও ইসরাইল গাজায় ত্রাণ সরবরাহে কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে।
উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল-জাজিরাকে বলেন, দুর্ভিক্ষ এখন শিশু ও প্রবীণদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
তিনি বলেন, শিশুদের অনাহার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং মৃত্যুর কারণ হতে পারে।
শুক্রবার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ইসরাইলকে গাজায় প্রতিদিন অন্তত ১০০টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানায়। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত কেবল ৬০ জন ত্রাণ ট্রাক চালককে ইসরাইলি সেনারা অনুমোদন দিয়েছে।
তবে গাজার বাসিন্দাদের মৌলিক চাহিদা মেটাতে জাতিসংঘের অন্যান্য সংস্থা ও গাজার কর্তৃপক্ষ প্রতিদিন অন্তত ৬০০ ট্রাকের প্রয়োজন বলে জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা
আয়শা/৯ আগস্ট ২০২৫/রাত ৯:৫৫