নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

Ayesha Siddika | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ০৫:২১:৩৮ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকসহ মিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়। এরপর জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

তিনি প্রত্যাশা করেন যে, এই সংস্কারের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ। ২৪ এর জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

 

 

আয়শা/৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:২০

▎সর্বশেষ

ad