
ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার দেয়া জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্রের যেসব ঘোষণা আমরা সেসব রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সালাহউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি নির্বাচন কমিশনে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য চিঠি দেবেন। কমিশন সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী। আমরা এই ঘোষণার জন্য সবাই অপেক্ষা করছিলাম, সারা জাতি অপেক্ষা করছিল।
বিএনপির এই নেতা বলেন, নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল অনেকের সেটা আর রইলো না। জাতি এখন নির্বাচনমুখর পরিবেশের মধ্য দিয়ে আগাবে। আগামী নির্বাচন আশা করি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বের মধ্যে একটি প্রশংসিত নির্বাচন হবে বলে আমরা আশা রাখি।
আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১১:১৮