অবৈধ আফগানদের ফেরত পাঠানোর অভিযান আবার শুরু করল পাকিস্তান

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ০৯:২৭:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আফগান নাগরিকদের পাকিস্তান ছাড়ার জন্য নতুন করে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। এতে শুক্রবার (২ আগস্ট) চামান সীমান্তে হাজার হাজার আফগান জড়ো হয় দেশ ছাড়ার উদ্দেশ্যে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

২০২৩ সালে প্রথম শুরু হওয়া আফগানদের বিতাড়নের এই অভিযান চলতি বছরের এপ্রিল থেকে ফের জোরদার হয়, যখন পাকিস্তান সরকার লাখ লাখ আফগান শরণার্থীর বাসযোগ্যতার অনুমতিপত্র বাতিল করে এবং জানিয়ে দেয়—যারা দেশ ছাড়বেন না, তাদের গ্রেফতার করা হবে।

বেলুচিস্তানের কোয়েটায় কর্মরত সিনিয়র সরকারি কর্মকর্তা মেহের উল্লাহ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‌‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছি, যাতে নতুন করে সম্মানজনক ও সুশৃঙ্খল উপায়ে সব আফগানকে তাদের দেশে ফেরত পাঠানো যায়।’

চামান সীমান্তে অবস্থানরত আরেক সিনিয়র কর্মকর্তা হাবিব বিংগালজাই জানান, ‘শুক্রবার চামান সীমান্তে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ অপেক্ষা করছিল ফেরার জন্য।’আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শরণার্থী নিবন্ধন বিভাগের প্রধান আবদুল লতিফ হাকিমিও জানান, শুক্রবার ফিরতি আফগানদের সংখ্যা বেড়েছে বলে তারা অবগত।

সরকারি হিসাবে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন, যার মধ্যে শুধু এপ্রিলের পর থেকে দেশত্যাগ করেছেন ২ লাখের বেশি। এই বিতাড়ন কর্মসূচির লক্ষ্য ছিল ৮ লাখের বেশি আফগান যাঁদের অস্থায়ী আবাসিক অনুমতিপত্র ছিল। তাঁদের অনেকেই পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন কিংবা বসবাস করছেন কয়েক দশক ধরে।

উল্লেখ্য, ২০২৩ সালে পাকিস্তানে এক দশকের মধ্যে সর্বোচ্চ প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। সরকার দাবি করে, এসব হামলায় আফগান নাগরিকদের সম্পৃক্ততা রয়েছে।

এদিকে ইরানও বড় পরিসরে আফগানদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান শুরু করেছে, যার ফলে ১৫ লাখেরও বেশি আফগানকে সীমান্ত পার করে ফেরত পাঠানো হয়েছে।

 

 

আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৯:২২

▎সর্বশেষ

ad