মানুষকে দেখানোর জন্য দান করা, ইসলাম কী বলে?

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০৬:৫৩:৫৪ পিএম

ধর্ম ডেস্ক : ইসলামের প্রতিটি আমল করা হয় একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। তার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যত আমলই করা হোক, তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার নিয়তে কোনো নেক আমল করাকে রিয়া, লৌকিকতা বা লোক দেখানো কাজ বলে। পবিত্র কোরআনে মহান আল্লাহ লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। 

মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি তার প্রভুর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎ কাজ করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে অংশীদার না করে।’ (সুরা কাহাফ: ১১০) নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে ছোট শিরক বলেছেন। তিনি বলেন, ‘আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক নিয়ে যতটা ভয় পাচ্ছি, অন্য কোনো ব্যাপারে এতটা ভীত নই।’
 
সাহাবিরা বললেন, হে আল্লাহর রসুল, ছোট শিরক কী? তিনি বলেন, ‘রিয়া বা প্রদর্শনপ্রিয়তা। আল্লাহ কিয়ামতের দিন বান্দার আমলের প্রতিদান দেয়ার সময় বলবেন, পৃথিবীতে যাদের তোমরা দেখাতে তাদের কাছে যাও। দেখো তাদের কাছে তোমাদের কোনো প্রতিদান আছে কি না?’ (মুসনাদে আহমদ: ২২৫২৮)
 
ইবাদতের তৃপ্তি রিয়ামুক্ত থাকায়। যা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে। আর গোপনে দান করা মহান আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের আমল। পরকালে গোপনে দানকারীর জন্য বিশেষ পুরস্কারের সুসংবাদ দেয়া হয়েছে। কেয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে সাত শ্রেণির মুমিন আশ্রয় পাবেন, তাদের অন্যতম হলেন, ওই ব্যক্তি, যিনি এমনভাবে গোপনে দান করেন যে, তার ডান হাত কি খরচ করে, বাম হাত তা জানতে পারে না। (মুসলিম)

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫

▎সর্বশেষ

ad