সালমান খানের ব্রেসলেট কি শুধুই ফ্যাশন নাকি অন্যকিছু!

Ayesha Siddika | আপডেট: ২১ জুলাই ২০২৫ - ০৯:৪৯:১০ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের হাতে থাকা ব্রেসলেট তার পরার কারণ কি? যে ডিজাইনের ব্রেসলেট তার ভক্ত-অনুরাগীদের মাঝেও হাতে হাতে। বাস্তবজীবনে তিনি মোটেও হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন অভিনেতা। কিন্তু কেন?

সবসময় কেন ভাইজান ব্রেসলেট পরে থাকেন? কী আছে সালমানের সেই ব্রেসলেটে? কেন এতগুলো বছরেও অভিনেতা কখনো ব্রেসলেটটি হাতছাড়া করতে চান না? সিনেমার পর্দাতেও নানা চরিত্রে সালমানের হাতে দেখা গেছে সেই ব্রেসলেট। আবার কখনো কখনো সিনেমার স্বার্থে ভাইজান ব্রেসলেটটি খুলতে রাজি হলেও হাতছাড়া করেন না।

এ বিষয়ে সালমান বলেন, বলিউডে পা রাখার পর তার বাবা এই ব্রেসলেটটা উপহার দিয়েছিলেন। তখন থেকেই তিনি এটি ব্যবহার করে আসছেন। যদিও ছোটবেলায় কখনোই ব্রেসলেট পরতে চাইতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটিই হয়ে গেছে তার জীবনের একটি অংশ বলে জানান ভাইজান।

শুধু তাই নয়, এর বিশেষত্ব নিয়েও কথা বলেন সালমান খান। ভাইজান বলেন, আমার ব্রেসলেটের মধ্যে যে পাথরটা দেখছেন, একে ফিরোজা বলে। এ রকম পাথরের দুটি ধরন রয়েছে। ফিরোজা পাথরের অর্থ নীলকান্তমণি। সালমান বলেন, সব নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা। অশুভ কিছুর মুখোমুখি হলে তা বুঝতে পারে এ পাথর। যে কারণে সবসময় এটি হাতে পরিধান করতেই পছন্দ করেন তিনি।

 

 

আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad