ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষে ৫৯৪ জন নিহত

Anima Rakhi | আপডেট: ১৮ জুলাই ২০২৫ - ১০:৪২:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে সম্প্রদায়ভিত্তিক সহিংসতা ও ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। ব্রিটিশ এই সংস্থা বলছে, রবিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ব্যাপক নৃশংসতার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

এসওএইচআর-এর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩০০ জন ছিলেন দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের মধ্যে ১৪৬ জন যোদ্ধা এবং ১৫৪ জন বেসামরিক নাগরিক। এসব বেসামরিক মানুষের মধ্যে ৮৩ জনকে সরাসরি গুলি করে হত্যা করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সংঘর্ষে সরকারি বাহিনীর ২৫৭ জন সদস্য এবং ১৮ জন বেদুইন যোদ্ধাও নিহত হয়েছেন।

ব্রিটিশ সংস্থাটি আরও জানায়, দ্রুজ যোদ্ধারা তিনজন বেদুইন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সংঘর্ষের সূত্রপাত দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে বিরোধ থেকেই বলে মনে করা হচ্ছে।

এদিকে, ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর আরও ১৫ জন সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের রক্ষায় এবং সিরীয় বাহিনীকে সুইদা থেকে সরাতে এই হামলা চালিয়েছে।

তবে এসওএইচআর-এর এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা এই সংঘর্ষে নিহতের সংখ্যা অন্তত ৩০০ বলে জানিয়েছে।

অন্য একটি পর্যবেক্ষক সংস্থা, সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে, তাদের হিসাবে এ সংঘর্ষে কমপক্ষে ১৬৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/রাত ১০:৪২

▎সর্বশেষ

ad