
স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই রিয়াল মাদ্রিদে অস্থিরতা। ট্রফিলেস একটা মৌসুম কাটানোর পর ফেবারিট হিসেবেই লস ব্লাঙ্কোস গিয়েছিলো ফিফা ক্লাব বিশ্বকাপে। কিন্তু সেখানেও প্রত্যাশা পূরণ করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। নতুন ভূমিকায় ক্লাবে ফিরে কিছুটা ব্যাকফুটেই আছেন চাবি আলোনসো।
দলের বাজে ফলাফলের সঙ্গে ফুটবলারদের মাঝেও সৃষ্টি হয়েছে অসন্তোষ। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ভিনিসিউস জুনিয়রের রিয়াল ছাড়ার জোর গুঞ্জন। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে রিয়ালের। ক্লাব বিশ্বকাপের পর নতুন চুক্তির ব্যাপারে শুরু হয় ভিনির সঙ্গে রিয়াল কর্তৃপক্ষের আলোচনা। আর সেখানেই বাধে যত বিপত্তি।
নতুন চুক্তিতে ভিনি ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হতে চান। দাবি করে বসেছেন বর্তমান বেতনের প্রায় দ্বিগুণ অর্থ। ‘দ্য অ্যাথলেটিক’-এর খবর, নতুন চুক্তিতে সাইনিং বোনাসের সঙ্গে বছরে ৩০ মিলিয়ন ইউরো বেতন চান ব্রাজিলিয়ান তারকা। তবে রিয়াল কর্তৃপক্ষ তার এ দাবি মানতে নারাজ। আর এতেই অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। ভিনিকে দলে পেতে আগ্রহী ইপিএলের বেশ কয়েকটি ক্লাব। বড় অংকের ট্রান্সফার ফি দিতেও রাজি ম্যান সিটি-লিভারপুলের মতো ক্লাবগুলো। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় রিয়াল সেটাই এখন দেখার।
শুধু ভিনি নয়, রিয়াল ছাড়ার পথে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। নতুন কোচের অধীনে খুব একটা ভালো সময় পার করছেন না ২৪ বছর বয়সি এই উইঙ্গার। সদ্য সমাপ্ত ফিফা ক্লাব বিশ্বকাপে খেলেছেন মাত্র তিন ম্যাচ। যার দুটিতেই নেমেছিলেন বদলি হিসেবে। পিএসজির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে রদ্রিগোকে মাঠেই নামাননি চাবি আলোনসো। সান্তিয়াগো বার্নাব্যুতে সময় ফুরিয়ে আসছে ব্রাজিলিয়ান তারকার। তবে এই তারকা ফুটবলারকে দলে নিতে টাকার বস্তা নিয়ে বসে আছে দুই ইপিএল জায়ান্ট লিভারপুল ও চেলসি।
ফ্লোরিয়ান ভির্টজকে দলে ভেড়ানোর পরও অলরেডরা আক্রমণভাগের শক্তি বাড়াতে মরিয়া। নিউক্যাসেল ইউনাইটেডের অ্যালেকজান্ডার ইসাক, আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের হুগো একিতিকেও ছিলো অলরেড বস আর্নে স্লটের রাডারে। তবে দু’জনেই কাউকেই শেষ পর্যন্ত হয়তো পাবে না লিভারপুল। তাই ইপিএল চ্যাম্পিয়নরা রদ্রিগোকে দলে ভেড়াতে চায়। প্রস্তুত ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতেও। ওদিকে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসিও আগ্রহ দেখিয়েছে রদ্রিগোকে দলে নিতে।
অবশ্য রিয়াল কখনোই চাইবে না এক মৌসুমে দুই ফুটবলারকে ছেড়ে দিতে। তাই সিদ্ধান্তটা নিতে হবে ফ্লোরেন্তিনো
আয়শা//১৮ জুলাই ২০২৫,/দুপুর ২:০০