মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তুল, শর্টগান ও গুলিসহ ২জন আটক হয়েছে। বুধবার ভোররাত ৩ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় হাবিলদার কুদ্দুস ফকিরের নেতৃত্বে প্রাগপুর বিওপি’র টহল দল পাকুড়িয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় মঞ্জিল সর্দার (৪৩) কে একটি শর্ট গান ও ১ রাউন্ড গুলিসহ আটক করা হয়। সে পাকুড়িয়া গ্রামের মৃত রহমত সর্দারের ছেলে।
পরবর্তীতে তার স্বীকারোক্তিতে একই গ্রামের শফিকুল সর্দারের ছেলে টুটুল (২৫) কে একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগাজিন ও২ রাউন্ড গুলিসহ আটক করা হয়। উদ্ধার করা ভারতীয় অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ১৬ হাজার ৬০০ টাকা নির্ধারণ করে অস্ত্রসহ আটক ২ জনকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আয়শা//১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২১