ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানবেন যেভাবে

Ayesha Siddika | আপডেট: ১৫ জুলাই ২০২৫ - ০৯:১০:৫৪ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে খবরাখবর জানা, ব্যবসা-বাণিজ্য পরিচালনা—সবকিছুতেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার অপরিহার্য। কিন্তু এর জনপ্রিয়তা যত বাড়ছে, ততই বাড়ছে হ্যাকারদের তৎপরতা। আপনার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না, তা কীভাবে বুঝবেন এবং সুরক্ষিত থাকার জন্য কী করবেন, তা জানা অত্যন্ত জরুরি।

আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে কিছু সাধারণ লক্ষণ দেখে তা বোঝা সম্ভব। এর মধ্যে রয়েছে-

অপরিচিত লগইন কার্যকলাপ: আপনার অ্যাকাউন্টে এমন কোনো স্থান বা ডিভাইস থেকে লগইন দেখা যাচ্ছে, যা আপনি ব্যবহার করেননি।

আপনার অনুমতি ছাড়া পোস্ট বা মেসেজ: আপনার টাইমলাইনে অপ্রত্যাশিত পোস্ট, আপনার বন্ধুদের কাছে স্প্যাম মেসেজ বা এমন কোনো পোস্ট যা আপনি করেননি।

পাসওয়ার্ড পরিবর্তন: আপনি যদি আপনার অ্যাকাউন্টে লগইন করতে না পারেন এবং পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করেও সফল না হন।

প্রোফাইল তথ্যের পরিবর্তন: আপনার প্রোফাইল ছবি, নাম, বায়ো বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য আপনার অজান্তেই পরিবর্তিত হয়েছে।

অদ্ভুত ইমেইল বা নোটিফিকেশন: আপনার ইমেইলে পাসওয়ার্ড পরিবর্তন বা লগইন সম্পর্কিত অদ্ভুত নোটিফিকেশন আসা, যা আপনি শুরু করেননি।

বন্ধুদের অভিযোগ: আপনার বন্ধুরা যদি আপনার অ্যাকাউন্ট থেকে অপ্রত্যাশিত মেসেজ বা পোস্ট পেয়ে আপনাকে জানায়।

অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন?

যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তবে আতঙ্কিত না হয়ে দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করুন-

পাসওয়ার্ড রিসেট করুন: যদি সম্ভব হয়, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করুন।

বন্ধুদের জানান: আপনার বন্ধুদের জানিয়ে দিন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, যাতে তারা আপনার হ্যাকড অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনো স্প্যাম মেসেজ বা লিংকে ক্লিক না করে।

প্ল্যাটফর্মের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন: ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিজস্ব সাপোর্ট সিস্টেম রয়েছে যা হ্যাকড অ্যাকাউন্ট পুনরুদ্ধারে সহায়তা করে। তাদের নির্দেশাবলী অনুসরণ করুন।

আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন: যদি আপনার অ্যাকাউন্ট থেকে গুরুতর কোনো অপরাধমূলক কার্যকলাপ ঘটে থাকে বা আপনার ব্যক্তিগত তথ্য অপব্যবহারের শিকার হয়, তাহলে সাইবার পুলিশ বা নিকটস্থ থানায় অভিযোগ জানান।

 

 

আয়শা//১৫ জুলাই ২০২৫,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad