ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

শার্শায় বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ১৪ জুলাই ২০২৫ - ০৯:০৫:২২ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শার্শার রামচন্দ্রপুর গ্রামে। মৃত কৃষক আহাদ আলী (৭২) শার্শার লক্ষনপুর গ্রামের মৃত বাহদিুর মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, রামচন্দ্রপুর গ্রামের মোঃ ইফনুছ আলীর ছেলে মোঃ সোহাগ হোসেন গ্রামের মাঠে একটি হাসের খামার করেছেন। হাঁসের খামাওে শিয়ালের উৎপাতের কারনে খামারী তার খামারের চারি সাইটে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে। খামারী সোহেল শিয়াল মারতে প্রতিদিন রাতে তার খামারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। এই অবস্থায় সোমবার সকালে গ্রামের আহাদ আলী হাঁসের খামারের পাশ দিয়ে মাঠে যাচ্ছিল। সংযোগ দেওয়া জিআই তারের বিদ্যুৎ স্পৃষ্টে কৃষক আহাদ আলী মারা যায়।

এ ঘটনায় গ্রামের সাধারন মানুষ ক্ষিপ্ত হয়ে হাঁসের খামারটি ভাংচুর করে। স্থানয়িরা জানান এর আগেও ঐ খামারের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এশাধিক গরু ও কুকুরের মৃত্যু হয়েছে। যে কারনে গ্রামের লোকজন অনেকবার খামারীর মালিককে তার খামারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বললেও সে কর্ণপাত করেনি। এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগি পরিবারের জুলেখা বেগম বলেন, তার শ্বশুর সোমবার সকালে বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় মাঠে যাচ্ছিল। তাদের জমির পাশে সোহের হোসেনের হাঁসের খামার। সোহেল তার খামারে শিয়ার মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে।

এ দিন সোহেল তার খামারের বিদ্যুৎ বন্ধ করেনি। যে কারনে তার শশাবুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। তিনি আরও বলেন হাঁসের খামার সোহেলের চাচাতো ভাই জুয়েল এ ঘটনায় মামলা ও পুলিশকে না জানানোর জন্য হুমকি ও ভয় প্রদর্শন করছে। এ ব্যাপাওে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর সত্যতা শিকার করেন। তিনি বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন এখনও এ ঘটনায় থানায় এসে অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আয়শা//১৪ জুলাই ২০২৫,/রাত ৯:০১

▎সর্বশেষ

ad