ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

চৌগাছায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১৩ জুলাই ২০২৫ - ০৭:৪৮:৩৫ পিএম
এম এ  রহিম চৌগাছা (যশোর) : দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ঢাকায় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে যশোরের চৌগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকাল ৩টায় প্রেসক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনিসুর রহমান।

এসময় বক্তারা বলেন, “দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু ৫৪ বছর পরেও সেই লক্ষ্যে পৌঁছানো যায়নি। বিগত জুলাই অভ্যুত্থানেও হাজারো ছাত্র-জনতা রক্ত দিয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠায়। এখন আবারও একটি চক্র সন্ত্রাস, চাঁদাবাজি, গুম-খুনসহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে।” তিনি ব্যবসায়ী সোহাগের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং চৌগাছাবাসীকে এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি আসাদুজ্জামান খান, আলহাজ্ব আলম হোসেন, সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আবু হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইউসুফ আমির পরাগ প্রমুখ।

আয়শা//১৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪
▎সর্বশেষ

ad