ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

কোর্তোয়ার ম্যাচ পেছানোর প্রস্তাবকে নাকচ করে দিলেন লা লিগা সভাপতি

Ayesha Siddika | আপডেট: ১২ জুলাই ২০২৫ - ১১:৩৫:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : কোর্তোয়া দাবি তুলেছিলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায়। গত মৌসুমে তারা ৬৮টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৩৮টি লা লিগায়, ১৪টি চ্যাম্পিয়ন্স লিগে। আর কোপা দেল রে এবং ক্লাব বিশ্বকাপে খেলেছে আরো ৬টি করে ম্যাচ। স্প্যানিশ সুপার কাপে ২টি এবং ইউরোপিয়ান সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপে আরও একটি করে মোট ২টি ম্যাচ। কিন্তু কোর্তোয়া প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন হাভিয়ের তেবাজ।

রয়্যাল স্প্যানিশ ফেডারেশন এবং লা লিগা যৌথভাবে এই সূচি সাজায় বলে তেবাজের একার পক্ষে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব না বলে জানিয়েছেন তিনি। লা লিগা সভাপতি বলেন, ‘১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে রিয়াল ফুটবলাররা যথেষ্ট বিশ্রাম পাবেন। আমার মনে হয় না এতো বড় ছুটির পর কারো আর কিছু বলার থাকতে পারে। পেশাদার ফুটবলারদের কাছে এই সময়টুকু যথেষ্ট রিকভারির জন্য। এরপরও কেউ যদি বলে, তাদের ম্যাচ পেছাতে হবে তাহলে আমার একটাই উত্তর, এটা সম্ভব না। এই সূচি আমরা একা করি না। এখানে রয়্যাল স্প্যানিশ ফেডারেশনেরও ইনপুট থাকে। তাই চাইলেই কোনো কিছু করে ফেলা সম্ভব না।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে তেবাজের সম্পর্কের শীতলতার খবর জানা আছে সবারই। দীর্ঘদিন ধরেই ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে একটা ঠান্ডা যুদ্ধ চলছে লা লিগা বসের। সুযোগ পেলেই একে অপরের বিষয়ে বিষোদগার করতে ভুলেন না তারা। সে কারণেই হয়তো ফিক্সচার ইস্যুতে রিয়ালকে খোঁচা দেয়ার সুযোগটা হাতছাড়া করেননি তেবাজ।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদ একা খেলেনি। আরও দল আছে যারা পুরো মৌসুমে এমন ব্যস্ত সময় কাটিয়েছে। পিএসজি ৬৫টি এবং চেলসি ৬৪টি ম্যাচ খেলেছে এ মৌসুমে। তারা কিন্তু তাদের লিগে ম্যাচ পেছানোর জন্য কোনো কথা বলছে না। রিয়ালের ফুটবলাররা কেন এ কথা বলছে আমার জানা নেই। আমার মনে হয় না, ওসাসুনার বিপক্ষে হেরে যাবে এ ভয় রিয়ালকে এখনই পেয়ে বসেছে।’

 

 

আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ১১:৩৩

▎সর্বশেষ

ad