
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ বা এর বেশি লক্ষ্য তাড়া করে ইতিহাসে পাতায় নাম তুলেছে তারা। জিব্রাল্টারের দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তারা মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে গেছে। প্রখ্যাত ক্রিকেট সাময়িকী ‘উইজডেন’ এটিকে ২০০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়ায় সবচেয়ে দ্রুততম বলে উল্লেখ করেছে। এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০ রান তাড়ার রেকর্ড গড়েছিল সার্বিয়া। স্লোভেনিয়ার দেওয়া লক্ষ্য তারা পেরোয় ১৪.১ ওভারে।
আর কুড়ি ওভারের ক্রিকেটে ন্যূনতম ১৫০ রান তাড়ায় বুলগেরিয়ার ওপরে আছে আর একটিমাত্র ইনিংস। ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আগে ব্যাট করে তোলে ১৬৫ রান। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে মাত্র ৯.৪ ওভারেই জয় তুলে নেয় হায়দরাবাদ।
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় চলছে স্বাগতিক দেশসহ জিব্রাল্টার ও তুরস্কের ত্রিদেশীয় সিরিজ। এর মধ্যে এক ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে জিব্রাল্টার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান তোলে। তাদের পক্ষে ওপেনার ফিলিপ রাইকিস সর্বোচ্চ ৩৩ বলে ৭৩, অধিনায়ক ইয়েন ল্যাটিন ২৮ বলে ৫১ রান করেন। বিপরীতে বুলগেরিয়ার জ্যাকব গুল নেন ৪ উইকেট।
বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে স্বাগতিক বুলগেরিয়া। দুই ওপেনার ইসা জারু ও রিস্টো ল্যাকভ মাত্র ৪.২ ওভারেই তুলে নেন ৬২ রান। ল্যাকভ ১৯ রানে আউটের পর জারু ও মিলান গোগেভ মিলে নতুন করে ঝড় তোলেন। জারু আউট হওয়ার আগে করেছেন ২৪ বলে ৬৯ রান। এ ছাড়া গোগেভ ২৭ বলে ৬৯ এবং মান্নান বশির ২১ বলে ৭০ রানের তাণ্ডবে ১৪.২ ওভারে বুলগেরিয়ার জয় নিশ্চিত করেন।
আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ১১:২০