
স্পোর্টস ডেস্ক : বুধবার (২৫ জুন) কলম্বোর এসএসসি গ্রাউন্ডসে বাংলাদেশকে সিরিজের দ্বিতীয় টেস্টে আতিথ্য দেবে স্বাগতিক শ্রীলঙ্কা। এই টেস্ট দিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলে অভিষেক হতে পারে অলরাউন্ডার সোনাল দিনুশার। সদ্য অবসর নেয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গায় তাকে কলম্বো টেস্টে খেলানোর কথা ভাবছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।
অভিষেকের অপেক্ষায় থাকা দিনুশা শ্রীলঙ্কা দলে প্রথম ডাক পান গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে। সেই সিরিজে তার সঙ্গে ডাক পেয়েছিলেন লাহিরু উদানাও। কিন্তু সেই সিরিজে দুজনের কারোরই অভিষেক হয়নি। অবশেষে গলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় উইকেটকিপার উদারার। আর কলম্বোয় অভিষেকের সম্ভাবনা জেগেছে দিনুশার।
এই ২৪ বছর বয়সীর যে কলম্বো টেস্টে অভিষেক হতে যাচ্ছে তার ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সোনাল দিনুশা টেস্ট অভিষেকের খুব কাছাকাছি। উইকেটের অবস্থা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে তাকেই সবচেয়ে ভালো বিকল্প মনে হচ্ছে। তাই ওর অভিষেকের সম্ভাবনা খুব বেশি।’
ম্যাথিউসের বিকল্প হওয়ার মতো সব গুণই আছে দিনুশার মধ্যে। যদিও ম্যাথিউসের মতো ফাস্ট বোলিং অলরাউন্ডার নন তিনি। বাঁহাতি স্পিন বোলিং আর ব্যাটিংয়ে এই ২৪ বছর বয়সীকে একটা পরিপূর্ণ প্যাকেজ বলা যায়। এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ ম্যাচের ৬৯ ইনিংসে মাত্র ২৪.৭৯ গড়ে ৯৯ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতেও ৭৫ ইনিংসে ৪০.৬২ গড়ে ২৪৭৮ রান করেছেন তিনি। হাঁকিয়েছেন ৭টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি।
মেজর ক্লাবস ৩ দিনের ম্যাচ, ন্যাশনাল সুপার লিগ ও শ্রীলঙ্কা ‘এ’ দলে নিয়মিত পারফর্ম করেছেন দিনুশা। তবে ম্যাথিউসের মতো চার নম্বরে ব্যাট করবেন না দিনুশা। তাকে খেলানো হতে পারে ছয় নম্বরে। আর অধিনায়ক ধনঞ্জয়া ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ম্যাথিউসের জায়গায় খেলতে যাচ্ছেন। যার প্রস্তুতি হিসেবে সম্প্রতি শেষ হওয়া ন্যাশনাল সুপার লিগের চারদিনের টুর্নামেন্টে ৪ নম্বরে ব্যাট করেছেন লঙ্কান অধিনায়ক। তাতে ৪ নম্বরে নেমে ৩ সেঞ্চুরিতে ৩৬৯ রান করেছেন।
কলম্বো টেস্টের স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে ছিটকে গেছে মিলান রত্নায়েকে। বদলি হিসেবে ডাক পেয়েছেন স্পিনার দুনিথ ভেল্লালাগে ও বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলার বিশ্ব ফার্নান্দো। মূলত কলম্বোর উইকেট পেস সহায়ক হতে পারে ভেবে বিশ্বকে দলে ডেকেছে লঙ্কানরা। বিশ্ব ও কাসুন রাজিথার সঙ্গী হিসেবে আসিতা ফার্নান্দোর খেলার সম্ভাবনাই বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা কাল সকালে নেবেন বলেই জানিয়েছেন অধিনায়ক ধনঞ্জয়া।
কিউটিভি/আয়শা/২৪ জুন ২০২৫, /রাত ৮:১৫