ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

নেত্রকোণায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ২৩ জুন ২০২৫ - ০৮:৫৩:১৫ পিএম

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার বিভিন্ন উপজেলা থেকে গত দুই দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোণা জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করা তথ্য সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলার সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থক লিটন দত্ত, মদন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বগী।

আটপাড়ার লুনেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার সিজার আহমেদ। বারহাট্টা উপজেলা আওয়ামী যুবলীগের নেতা এজহার নামীয় আসামি শাহজাহান মিয়া, সন্দিগ্ধ আসামী হিসেবে বারহাট্টা উপজেলা আওয়ামী যুবলীগের নেতা কামরুজ্জামান ও বারহাট্টা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আল মোসাব্বির রিফাত। কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য মোঃ লুৎফুর রহমান বাবুল, রংছাতী ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোঃ আব্দুল হাকিম সহ বেশ কয়েকজন নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত একাধিক পরিবারের লোকজন জানান, গ্রেপ্তার হওয়া অধিকাংশ নেতাকর্মীর নামে কোনো মামলা নেই। কিন্তু গ্রেপ্তার করার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর নেত্রকোণা জেলার বিভিন্ন থানায় বিএনপির নেতাকর্মীদের দায়ের করা মামলায় অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৬নং সুয়াইর ইউনিয়নের সভাপতি মোঃ শামসুল আলম জিকু সহ ৩ নেতাকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ৬নং সুয়াইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল আলম জিকু, ১নং বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোঃ রতন মিয়া ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মীর কাসেমকে রোববার রাতে বাসা ভাংচুর ও লুটপাটের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হযেছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ চক্রবর্তী জানান, রাজনৈতিক মামলায় সিজার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলের দিকে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, একজন এজহার নামীয় আসামি দুই জন সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৮:৫১

▎সর্বশেষ

ad