ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

দুবাই ও আবুধাবিতে ধুলিঝড়; সতর্কতা জারি

Anima Rakhi | আপডেট: ০৬ মে ২০২৫ - ০৭:২২:৫৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক কেন্দ্র দুবাইসহ বিভিন্ন এলাকায় হঠাৎ শুরু হওয়া ধুলিঝড়ের কারণে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে যাদের ধুলাবালিতে অ্যালার্জি রয়েছে, তাদেরকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৫ মে) দুপুর ১২টার দিকে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে শুরু হয় তীব্র ধুলিঝড়। জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, উত্তরের দিক থেকে আসা প্রবল বাতাসের ফলে ধুলা ও বালির ঘূর্ণি সৃষ্টি হয়েছে, যা অভ্যন্তরীণ ও উপকূলীয় অনেক এলাকায় দৃশ্যমানতা ৩,০০০ মিটারের নিচে নামিয়ে এনেছে।

বিশেষ করে দুবাই ইনভেস্টমেন্ট পার্ক এবং শেখ জায়েদ বিন হামদান আল নাহিয়ান স্ট্রিট এলাকায় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ভয়াবহ ধুলিঝড়ের খবর পাওয়া গেছে।

এমতাবস্থায়, আবুধাবি পুলিশ সকল চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি সড়কে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করার এবং আবহাওয়ার ভিডিও ধারণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, এই ধুলিঝড়ের প্রভাব বিকেল ৬টা পর্যন্ত থাকতে পারে। তাই বাসিন্দাদের যথাসম্ভব ঘরের ভেতর থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ধুলিঝড়ের কারণে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং পায়ে চলাচলকারী পথচারীদের জন্যও পরিস্থিতি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: গালফ নিউজ

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৫, /সকাল ৭:২২

▎সর্বশেষ

ad