ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ইতালির দরজা খুলছে বাংলাদেশিদের জন্য

Anima Rakhi | আপডেট: ০৫ মে ২০২৫ - ০৭:১১:০৫ পিএম

ডেস্ক নিউজ : ইতালির শ্রমবাজারে বৈধপথে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার খুলছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধপথে ইতালিতে প্রবেশ করতে গিয়ে প্রাণহানি ও দালালচক্রের প্রতারণার শিকার হওয়ার মতো ঘটনাও অনেক। এসব সমস্যা কাটিয়ে বৈধপথে ইতালি যাওয়ার সুযোগ সৃষ্টিতে কাজ করছে সরকার।

মঙ্গলবার (৬ মে) ঢাকা সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির উপস্থিতিতে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের জন্য ইতালিতে বৈধপথে কাজের সুযোগ উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, ইতালির সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ চলছে একটা মাইগ্রেশন চুক্তির বিষয়ে। মঙ্গলবার সেই চুক্তি হতে পারে। ইতালি সরকার বিভিন্ন সেক্টরে শ্রমিক নেবে। শ্রমিক নেয়ার সংখ্যাটা অনেক বড় হতে পারে। পাশাপাশি ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় আইটি সেক্টরসহ বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক নিতেও আগ্রহী বলে জানান শ্রম সচিব।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি বিষয়ক সমঝোতা স্মারকটি (এমওইউ) সই হতে পারে।

এছাড়া ইতালি অ্যাম্বেসিতে আটকে থাকা ওয়ার্ক পারমিট পাওয়া অনেক ভিসাপ্রত্যাশীর ফাইল যাতে দ্রুত ছাড়া হয় সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

কিউটিভি/অনিমা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১০

▎সর্বশেষ

ad