ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আল আকসা চত্বরে হাজারো ইহুদি

Anima Rakhi | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ - ০৯:২১:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছে হাজারো ইসরায়েলি বসতি স্থাপনকারী ইহুদি। বৃহস্পতিবার পাসওভার বা ছুটির দিন উপলক্ষে এ ঘটনা ঘটায় তারা।

ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে মিলে পরিচালনা পরিষদের সঙ্গে কাজ করে জেরুজালেম গভর্নরেট। তারা বলেছে, ইহুদিরা মাগরাবি গেট দিয়ে ওই স্থাপনায় ঢুকে পড়ে এবং সেখানে প্রার্থনা করে। একই সঙ্গে তারা মসজিদ চত্বরে পূর্ব দেয়ালে বাব আল-রাহমায়ও যায়।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এখানে প্রার্থনা করা নিয়ে ইসরায়েলি পুলিশ এবং মুসলিমদের মধ্যে সংঘাত লেগে আছে। 

১২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পালিত হয় পাসওভার উৎসব। কমপক্ষে তিন হাজার বছর আগে এ সময়ে মিসর থেকে ইসরায়েলিদের দলে দলে বিতাড়ন শুরু করা হয়। বৃহস্পতিবার আল আকসা মসজিদ চত্বরে ‘তালমুদিক’ রীতি পালন করেন উগ্র ডানপন্থী রিলিজিয়াস জিওনিজম পার্টির এমপি জভি সুকোট। ‘তালমুদিক’ রীতে প্রার্থনাকারীরা মাথা নত করে মাটির সঙ্গে মিশায়।  

অন্যদিকে পশ্চিম দেয়ালে ‘প্রিস্টস ব্লেসিং’ পালন করেন হাজারো ইহুদি প্রার্থনাকারী। 

আল আকসা মসজিদের পশ্চিম পাশের দেয়ালের বাইরে ওই ওয়াল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা রিপোর্ট করেছে, আল আকসাকে একটি সামরিক জোনে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। এ জন্য সেখানে তারা কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। ফিলিস্তিনিদের প্রবেশ প্রতিরোধ করা হয়েছে। সূত্র: আরব নিউজ

কিউটিভি/অনিমা/১৭ এপ্রিল ২০২৫,/রাত ৯:২১

▎সর্বশেষ

ad