রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। মাদক ব্যবসায়ী হলেন উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের খগেন চন্দ্র রায়ের ছেলে হুদুম চন্দ্র রায় । এসময় মাদক ব্যবসায়ী হুদুম চন্দ্র রায়ের কাছে ৯০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন ৭ বীর মোহাম্মদ মেহেদী হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। পরবর্তীতে রাণীশংকৈল উপজেলা নিবার্হী অফিসার রকিবুল হাসান এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা দিয়ে রাণীশংকৈল থানায় তাকে পুলিশের কাছে সোপর্দন করেন। এবিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মামলা রুজু করে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১৯