ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের লড়াকু পুঁজি

Ayesha Siddika | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৮:০২:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বাঁচামরার ম্যাচে বড় স্কোর গড়ার চ্যালেঞ্জ ছিল আফগানিস্তানের সামনে। কিন্তু অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ঠিক স্বাচ্ছন্দ্যে ছিলেন না আফগান ব্যাটাররা। সেদিকউল্লাহ আতাল এবং শেষদিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের লড়াকু দুই ফিফটিতে তবু লড়াইয়ের রসদ পেয়েছে দলটি। ৫০ ওভারে সব উইকেট খুইয়ে ২৭৩ রানে থেমেছে আফগানরা।

তিনে নেমে আফগান ইনিংসের হাল ধরার চেষ্টা করেন তরুণ সেদিকউল্লাহ আতাল। গ্লেন ম্যাক্সওয়েলকে বিশাল ছক্কা হাঁকিয়ে ৬৪ বলে ফিফটি পূরণ করেন তিনি। ফিফটির পর আক্রমণের গতি বাড়ান সেদিকউল্লাহ, জাম্পা-ম্যাক্সওয়েলদের শাসন করে ছুটছিলেন তিন অঙ্কের দিকে।

কিন্তু তার সে যাত্রায় বাধ সাধেন স্পেনসার জনসন। এই অজি পেসারের গুড লেংথে পড়া বল বেখেয়ালে হাওয়ায় ভাসিয়ে খেলেন সেদিকউল্লাহ। কাভারে দাঁড়ানো অজি অধিনায়ক স্মিথ কিছুটা সামনে ঝাঁপিয়ে ক্যাচ তালুবন্দি করেন। ফেরার আগে এই ২৩ বছর বয়সি ব্যাটারের খেলা ৮৫ রানের ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছক্কার মার।

সেদিকউল্লাহ ফিরতেই ধস শুরু হয় আফগান ব্যাটিং লাইনআপে। এরপর ৪৯ বলে ২০ রান করে ফেরেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আর ক্রিজে আসতে না আসতেই রানআউটের ফাঁড়ায় পড়েন মোহাম্মদ নবী (১)।

শেষদিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ফিফটিতে আড়াইশ ছাড়ানোর সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। শেষ ওভারে ডোয়ারশুইসের বলে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ১ চার ও ৫ ছক্কায় ৬৭ রান আসে তার ব্যাটে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন ডোয়ারশুইস, দুটি করে উইকেট গেছে জাম্পা ও জনসনের ব্যাটে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad