ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ভুল থেকে শিখতে চান শান্ত

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:০৫:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক আশা দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু তারা কেবল উপহার দিয়েছে হতাশাই। প্রথম দুই ম্যাচ হেরেই বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকে। শেষ ম্যাচে বৃষ্টির কারণে খেলতে পারেনি পাকিস্তানের বিপক্ষে। যে কারণে হতাশা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। আসরজুড়ে যে ভুল করেছেন তা থেকে নিজেদের শুধরানোর কথাও বলেছেন তিনি।  

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তার আধঘণ্টা আগেই টস হওয়ার কথা। কিন্ত বৃষ্টির কারণে সেটি হয়নি। ৩টায় মাঠ পরিদর্শন করা হয় এক দফা। তখনও আসেনি গ্রিন সিগনাল। কাভার দিয়ে ডাকা ছিল মাঠ। পরে আর সেটি ওঠানো হয়নি। একটি বলও গড়ায়নি মাঠে। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। এতে হতাশা প্রকাশ করেছেন শান্ত।  

বাংলাদেশি অধিনায়ক বলেন, ‘আমি খুবই হতাশ। আমরা খুব করে চেয়েছিলাম ম্যাচটি খেলতে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না। ’আসরের শুরুটা হয় ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে। পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারে আসর থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে। তবে লড়াই করেছে বাংলাদেশ, আর এতেই খুশি শান্ত। দুই ম্যাচে যে ভুলগুলোর কারণে হারতে হয়েছে সেগুলো থেকে শিখে নিজেদের শুধরাবেন বলে জানিয়েছেন তিনি।  

শান্ত বলেন, ‘গত দুই ম্যাচে আমরা যেভাবে খেলা লম্বা সময় ধরে রেখেছি সেটি আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আমরা আশা করি ভুল থেকে শিখতে পারবো। আমরা একটি পরিকল্পনা করে তা বাস্তবায়ন করবো। ’ ম্যাচ দুটোতে বাংলাদেশের প্রাপ্তি বলতে কেবল পেসারদের ভালো পারফরম্যান্স।

যা উল্লেখ করেছেন শান্তও। তিনি বলেন, ‘আমরা পেসারদের নিয়ে আগে অনেক বেশি চিন্তিত ছিলাম। কিন্তু গত কয়েকবছর ধরে বেশ কয়েকজন পেসার আমরা পেয়েছি। যাদের মধ্যে কয়েকজন অনেক ভালো করছে। যেমন তাসকিন ও নাহিদ রানা। মোস্তাফিজও ভালো করছে। আমাদের বোলাররা দারুণ। আমি আশা করছি তারা দলের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। ’ 

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad