স্পোর্টস ডেস্ক : চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই, বহু দিন ধরেই বাংলাদেশের সাদা বলের ক্রিকেটের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডট বল দেওয়ার প্রবণতা। এবারের আসরে সে সমস্যা আরও বড় হয়ে দেখা দিয়েছে। টপ অর্ডার ব্যাটার ও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার একটা সমাধান খুঁজে বের করেছেন। তার অভিমত, তার প্রয়োগ করতে পারলেই এই সমস্যার সমাধান মিলবে।
টুর্নামেন্টে কোনো জয় ছাড়াই বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে এরপরও শান্ত স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। তিনি বলেন, ‘আমরা আশা করি আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পারবো এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। আমরা সঠিক পরিকল্পনা করবো এবং তা বাস্তবায়ন করবো।’বাংলাদেশ এই সিরিজের পর পাকিস্তান সফর করবে আবারও। তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে এ সফরে। এরপর পাকিস্তান ফিরতি সফরে আসবে বাংলাদেশে। সে সফরেও তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে দুই দল।
কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৫০