
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলা চালানো হলে ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করছে, তখন এই ইরানপন্থি গোষ্ঠী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে- সংঘাত শুরু হলে তারা সামরিকভাবে তেহরানের পাশে দাঁড়াবে। খবর আল জাজিরার।
রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে কাতায়েব হিজবুল্লাহর প্রধান আবু হুসেইন আল হামিদাভি যোদ্ধাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান। তিনি বলেন, ‘অন্ধকারের শক্তি’ ইরানকে দমন ও ধ্বংস করার জন্য একত্র হচ্ছে। তার ভাষায়, ইরান মুসলমানদের ‘দুর্গ ও গর্ব’।
আল হামিদাভি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই সহজ হবে না।’ তিনি আরও হুঁশিয়ারি দেন, এই অঞ্চলে শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
গত বছরের জুনে ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও সে সময় তাদের আঞ্চলিক মিত্ররা সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে আসেনি। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কাতায়েব হিজবুল্লাহর প্রধান। তিনি বলেন, ‘অক্ষ শক্তিভুক্ত সব গোষ্ঠীর উচিত ইরানকে সর্বাত্মকভাবে সহায়তা করা।’
কাতায়েব হিজবুল্লাহ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্যতম বড় গোষ্ঠী। ২০১৪ সালে আইএসের দ্রুত অগ্রযাত্রা ঠেকাতে এই বাহিনী গড়ে তোলা হয়েছিল।
আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৪৪






