ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইসরাইল-ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধান হুমকির মুখে: জাতিসংঘ

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৫ - ০২:২৫:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধান অর্জনের সম্ভাবনার জানালা বন্ধ হয়ে যেতে পারে বলে মঙ্গলবার সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা সিগ্রিড কাগ।

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ এই সমন্বয়কারী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন, ‘এই অঞ্চলের জনগণ শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বেরিয়ে আসতে পারে। আর এটাই হতে পারে আমাদের দ্বিরাষ্ট্র সমাধানের শেষ সুযোগ।’

কাউন্সিলে কাগ গত ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া পশ্চিম তীরে বিশেষ করে জেনিন, তুবাস ও তুলকারমে ইসরাইলি সামরিক অভিযানের সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, ট্রাম্প প্রশাসন চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, ‘নিউ জার্সির বাসিন্দা ইদান আলেকজান্ডার এবং গাজায় হামাসের হাতে নিহত চার আমেরিকানের দেহাবশেষসহ হামাসের কাছে এখনো ৬৩জন জিম্মি রয়েছে।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত হামাস শাসন করতে পারে, বা প্রশাসন পরিচালনায় সক্ষম শক্তি হিসেবে অথবা সহিংসতার মাধ্যমে হুমকি সৃষ্টি করতে পারে এমন শক্তি হিসেবে বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে। হামাসকে নির্মূল করতে হবে। তাদের শেষ করতে হবে।’

ইসরাইলের রাষ্ট্রদূত একমত পোষণ করে বলেন, ইসরাইল কার্যক্রম অব্যাহত রাখবে। জানুয়ারির মাঝামাঝি সময়ে সম্মত হওয়া চুক্তির শর্তানুযায়ী, ৪২ দিনের প্রথম পর্যায়ের মেয়াদ এই শনিবার শেষ হবে। স্থানীয় সংবাদ প্রতিবেদন অনুসারে, ৩০ জন ইসরাইলি, বিদেশি জিম্মি এবং দুই শিশুসহ চারজন নিহত বন্দির দেহাবশেষ বিনিময় করা হয়েছে।

দ্বিতীয় ধাপে আরও ফিলিস্তিনি বন্দির বিনিময়ে সেনাসহ অবশিষ্ট পুরুষ জিম্মিদের মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে। আর তৃতীয় ধাপে মৃত ইসরাইলি জিম্মিদের লাশ ও মৃত ফিলিস্তিনি যোদ্ধাদের দেহাবশেষ বিনিময়ের কথা রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad