ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

শেষ ম্যাচে একাদশে থাকবেন মুশফিক-মাহমুদউল্লাহ?

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৫ - ০২:২২:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। গত বছর এই মাঠেই পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। যে কারণে আজকের ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী টাইগাররা।

ক্রমাগত সমালোচনায় আজ একাদশে জায়গা হারাতে পারেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই সাদা বলে রানের দেখা না পাওয়া মুশফিক ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথম ম্যচে ভারতের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি তিনি, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও মাত্র ২ রানেই আউট হয়ে গেছেন। দলে তার থাকা নিয়ে প্রবল প্রশ্ন ওঠায় এবার জায়গা হারাতে পারেন তিনি।

মুশফিক বাদ পড়লে এই ম্যাচ দিয়ে ফের একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। ভারতের বিপক্ষে রান করতে ব্যর্থ হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়েছিলেন সৌম্য। সৌম্য ফিরলে ওপেনিং ছেড়ে পূর্বের মতো ওয়ান ডাউনে ফিরে যাবেন অধিনায়ক শান্ত। আজও মিরাজকেই চার নম্বরে নামানো হতে পারে।

আইসিসির টুর্নামেন্টে মুশফিক সম্ভাব্য শেষ ম্যাচ খেলে ফেললেও আরেকটা সুযোগ পেতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ রান করলেও আজও একাদশে টিকে যেতে পারেন তিনি। তাওহীদ হৃদয়, জাকের আলীদের জায়গা পাকাই বলা যায়।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও নাহিদ রানাকে খেলানো হতে পারে। সে ক্ষেত্রে তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদকে নিয়েই একাদশ সাজাবে টাইগাররা। স্পিন বিভাগ সামলাতে মিরাজের সঙ্গী হবেন রিশাদ হোসেন।

তবে আসরে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ-পাকিস্তান খেলতে পারবে কি-না তা নিয়ে সংশয় আছে। রাওয়ালপিন্ডির আবহাওয়াই আজ মূল খেলোয়াড়। তার মর্জির ওপরই নির্ভর করছে খেলা মাঠে গড়ানো।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। 

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:২১

▎সর্বশেষ

ad