ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যে ভুলে আফগানিস্তানের কাছে হার, জানালেন বাটলার

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৫ - ০১:৩৮:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : দায় দিতে চাইলেন না জশ বাটলার। ব্যর্থতার অজুহাতও আনতে চান না। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফির মিশন দ্রুত শেষ হওয়ায় অখুশি ইংল্যান্ডের অধিনায়ক। আফগানিস্তানের কাছে হারের পর হতাশ ও নির্লিপ্ত বাটলার জানালেন, জিততে পারতাম যদি না ভুলগুলো হতো।

দিল্লিকে লাহোরে ফিরিয়েছিল আফগানরা। বুধবার হাশমতউল্লাহ শহিদিরা ৩২৫ রানের সংগ্রহ আনে। যা পেরোতে পারেনি ইংলিশরা। টুর্নামেন্টে দুই হারে বিদায়ও নিশ্চিত হয়েছে। এত দ্রুত এবং এত বাজেভাবে আসর থেকে ছিটকে যাবেন, বিষয়টি মানতে কষ্ট হচ্ছে বাটলারের।

আফগান রূপকথায় থামার পর বাটলার বলেছেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক যেভাবে হারলাম আর এত তাড়াতাড়ি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলাম। আমাদের সুযোগ ছিল এই ম্যাচে জেতার। ক্রিকেট ম্যাচ হিসেবে খেলাটা খুবই ভালো হয়েছে। কিন্তু আমাদেরকে হার স্বীকার করতে হওয়ায় নিঃসন্দেহে আমরা আশাহত, হতাশ।’

নিজেদের হারের কারণও খুঁজে পেয়েছেন ইংলিশ অধিনায়ক, ‘দুর্ভাগ্যবশত চতুর্থ ওভারে মার্ক উডের হাঁটুতে ব্যথা হয়। উডকে স্যালুট জানাতে হবে। চোট নিয়েই পুরো ম্যাচে বোলিং করেছে। কিন্তু শেষদিকে ওর পক্ষে আর বোলিং করা সম্ভব হচ্ছিল না। ওরা শেষ ১০ ওভারেই আমাদের হাত থেকে খেলাটা বের করে নেয়। উড বোলিং করতে পারেনি, ৪৭তম ওভারে বেশি রান দিয়ে ফেলি। লিয়াম লিভিংস্টোনও ছিল না। ইব্রাহিমের প্রশংসা করতেই হবে ওর দুর্দান্ত ইনিংসের জন্য।’

ম্যাচের ওই ১০ ওভারকেই টার্নিং পয়েন্ট মানছেন বাটলার, ‘যদি আমরা পিছনে ফিরে তাকাই, তাহলে শেষ ১০ ওভারে ১১৩ রানটা অনেকটা। এই পিচে এত রান ওঠা উচিত ছিল না।’ ইংলিশরাও পারেনি। বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হেরেছে তারা। আফগানরা দাপুটে জয়ে শেষ চারের পথেও টিকে আছে দারুণ ভাবে।

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১:৩৩

▎সর্বশেষ

ad