দক্ষিণ কোরিয়ায় ৯ বছরে প্রথমবার বাড়ল জন্মহার

Anima Rakhi | আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২৫ - ১০:০১:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ নয় বছর পর ২০২৪ সালে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার বেড়েছে জন্মহার। দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান জনসংখ্যাগত সংকটের মাঝে এই পরিসংখ্যানকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় বিয়ের হার বাড়ায় জন্মহারও বৃদ্ধি পেয়েছে। এতে দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যাগত সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

স্ট্যাটিস্টিকস কোরিয়ার তথ্যানুযায়ী, ২০২৪ সালে দেশটিতে জন্মহার বেড়ে হয়েছে শূন্য দশমিক ৭৫।

২০২৩ সালে দেশটিতে জন্মহার টানা ৮ বছর কমে দাঁড়িয়েছিল শূন্য দশমিক ৭২-এ, যা ছিল বিশ্বের মধ্যে সর্বনিম্ন। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার ছিল এক দশমিক ২৪ শতাংশ।

জন্মহার বাড়াতে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নেয় দক্ষিণ কোরিয়া। তরুণদের বিয়ে করতে এবং সন্তান ধারণে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে দেশটির সরকার।

স্ট্যাটিস্টিক্স কোরিয়ার এক কর্মকর্তা পার্ক হিউন-জং এক ব্রিফিংয়ে বলেন, এখন দেশের সামাজিক মূল্যবোধে পরিবর্তন এসেছে। বিবাহ এবং সন্তান জন্মদান সম্পর্কে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে।

২০২৪ সালে দেশটিতে জন্মহার বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিয়ে, যা বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ। করোনা মহামারীর পর ২০২৩ সালে বিয়ে বেড়ে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ হয়। সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:০১

▎সর্বশেষ

ad