ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে মার্কিনবিরোধী ইউরোপীয় প্রস্তাব পাস

Anima Rakhi | আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২৫ - ০২:৫৯:১১ পিএম

 আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি প্রস্তাব পাস করা হয়েছে। এতে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের। প্রস্তাবে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে।

এছাড়া, দ্রুত শত্রুতা বন্ধ করে যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে।

প্রস্তাবের পক্ষে ৯৩টি ভোট পড়ে আর বিরুদ্ধে ভোট দেয় ১৮টি দেশ। এর মধ্যে রাশিয়া ও আমেরিকা উল্লেখযোগ্য। চীন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোসহ ৬৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। লেবানন অবশ্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবে ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বলা হয়, হুমকি বা শক্তি প্রয়োগের মাধ্যমে কোনো প্রকার আঞ্চলিক অধিগ্রহণ বৈধ বলে গণ্য হবে না। প্রস্তাবটি তোলার আগেই এর বিপক্ষে ভোট দিতে বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করেছিল আমেরিকা। তারপরও হেরে গেছে ওয়াশিংটন।

জাতিসংঘে এই প্রস্তাব পাস হওয়ার মধ্যদিয়ে আবারও ইউরোপ এবং আমেরিকার মধ্যে বিভক্তির রেখা ফুটে উঠলো। প্রস্তাবের পক্ষে ইউরোপীয় দেশগুলো অবস্থান নিলেও বিরোধিতা করেছে আমেরিকা। এর আগে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ইাউরোপ ও আমেরিকার মধ্যে সম্পর্কের ফাটল ধরেছিল।

সূত্র : বিবিসি।

 

কিউটিভি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৯

▎সর্বশেষ

ad