সৌম্য, তানজিদ, জাকেরসহ রূপগঞ্জে ১৪ ক্রিকেটার

Ayesha Siddika | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৪:৩০:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের খেলার নিশ্চয়তা নেই। অনলাইনে দল পাল্টে ধানমন্ডি ক্লাব (আগের শেখ জামাল ধানমন্ডি) থেকে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগদান করেছেন সাকিব। এ খবর পেয়ে সবাই ভাবছেন, এবার রূপগঞ্জ বেশ শক্তিশালী ও সমৃদ্ধ দল গড়েছে। কিন্তু এক ঝাঁক তরুণ ও মেধাবী ক্রিকেটার যে শনিবারই রূপগঞ্জে যোগ দিয়েছেন, সেই খবর জানেন কজন?

বলে রাখা ভালো, মোহামেডানের পর দ্বিতীয় সেরা দল গড়তে যাচ্ছে রূপগঞ্জ। জাতীয় দলের বেশ কিছু সম্ভাবনাময় তরুণ এবার দলটিতে খেলবেন। তাদের সঙ্গে কথা-বার্তা চূড়ান্ত; সে খবর জাগো নিউজের পাঠকরা গত সপ্তাহে জেনেছেন। যে কথা সেই কাজ। শনিবার বিভিন্ন ক্লাব থেকে ১৪ ক্রিকেটার যোগ দিয়েছেন রূপগঞ্জে। এর মধ্যে কেউ সশরীরে, কেউ যোগ দিয়েছেন অনলাইনে।

সাকিব ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য জাতীয় দলের সঙ্গে পাকিস্তান থাকা ৪ জাতীয় ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকের আলী অনিক ও তানজিম সাকিব অনলাইনে রূপগঞ্জে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। এর বাইরে আবাহনী থেকে মাহমুদুল হাসান জয় এবং বাঁহাতি স্পিনার তানবির ইসলামের নতুন ঠিকানাও রূপগঞ্জ।

সঙ্গে প্রাইম ব্যাংক থেকে শেখ মেহেদী, রেজাউর রহমান রাজাও ক্লাবটিতে নাম লিখিয়েছেন। ধানমন্ডি ক্লাবের সাইফ হাসানও রূপগঞ্জে সই করেছেন। গত লিগে শাইনপুকুরের নেতৃত্বে থাকা আকবর আলীও দলবদলের প্রথম দিন রূপগঞ্জ শিবিরে যোগদানের সব আনুষ্ঠানিকতা সারেন।

 

 

কিউটিভি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:২৮

▎সর্বশেষ

ad