‘এখন পর্যন্ত ব্যবসায়ীদের সেফটি সিকিউরিটি দিতে পারেনি সরকার’

Anima Rakhi | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০২:৩৮:৩৩ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন, এখন পর্যন্ত ব্যবসায়ীদের সেফটি সিক্রিউরিটি দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। এ অবস্থা চলতে থাকলে নতুন কারখানা এখানে আর হবে না। সরকারকে বলবো আপনারা এক্সিসটিং কারাখানাগুলো সচল রাখে দেবেন না। তাহলে নতুন কারখানা কেন হবে, কেন করবো?

রবিবার ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জের যৌথ আয়োজনে, পলিসি কনসিডারেশন ফর এফরডিবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট অন ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিটিভনেস শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কারখানা চালাবো নাকি এখন এক্সিট করবো সে কথাও কিন্তু আপনাদেরও ভাবতে হবে।

কিউটিভি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৩৮

▎সর্বশেষ

ad