
বিনোদন ডেস্ক : বেশকিছু নাটকে সাবলীল অভিনয় দিয়ে আলোচনায় এসেছেন এ দুই অভিনয়শিল্পী। এবার ভালোবাসার রং নিয়ে হাজির হলেন ‘সমুদ্রনীলা’য়। নাটকটি পরিচালনা করেছেন সিঙ্গাপুর প্রবাসী পরিচালক ইমরান হাসান। কক্সবাজারের মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।
‘সমুদ্রনীলা’য় সোহেল মণ্ডল অভিনীত চরিত্রের নাম সমুদ্র। নতুন নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, প্রেমের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্ব পরিচিত। এ থেকে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। আশা করছি, ভালোবাসার গল্পের নাটকটি দর্শকদের ভালো লাগবে।
তানিয়া ইসলাম বলেন,‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। ‘সমুদ্রনীলা’ আমার অভিনীত দ্বিতীয় নাটক। কাজটি করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এবারই প্রথম রোমান্টিক গল্পে কাজ করেছি। নতুন হিসেবে সোহেল ভাই ও পুরো টিম বেশ সহযোগিতা করেছেন। আশা রাখি, আমাদের প্রথম জুটির নাটকটি সবার পছন্দ হবে।
পরিচালক ইমরান হাসান বলেন,
এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম কোনো নাটক নির্মাণ করেছি। গল্পটি যখন শুনি বেশ ভালো লাগে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই আমি পরিচালনা করবো। নির্মাণে প্রথম হলেও আশা করি দর্শক কোনো ক্রটি খুঁজে পাবে না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।
‘সমুদ্রনীলা’য় শাকির হোসেন রাজের ‘একটু আড়াল হলে’ শিরোনামের একটি রোমান্টিক গান রয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বারফি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি।
কিউটিভি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০৪