৬ জেলায় শৈত্যপ্রবাহ, থাকতে পারে রোববার পর্যন্ত

Ayesha Siddika | আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৩:৩৩:১১ পিএম

ডেস্ক নিউজ : গত কয়েকদিনের তুলনায় সারাদেশে তাপমাত্রা কমেছে। দেশের ৬ জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার (৯ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের অনুভূতি বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামীকালও (রোববার) অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই ধাপের পর চলতি মৌসুমে নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। হলেও বিচ্ছিন্নভাবে পাবনা বা উত্তরাঞ্চলের কোথাও কোথাও তা হতে পারে। এছাড়া আগামী ১০ তারিখের পর থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে। গত এক সাপ্তাহের তুলনায় এই দুইদিন শীতের ভাব বেশি থাকবে।

 

 

কিউটিভি/আয়শা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad