মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি আটক

Anima Rakhi | আপডেট: ২৩ জানুয়ারী ২০২৫ - ১২:২১:৩৬ পিএম

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গতকাল বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের জালান আলোরসহ এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

তবে আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নগর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় বুধবার সন্ধ্যায় এই অভিযান শুরু হয়। অভিযানে ৬১ জন ইমিগ্রেশন পুলিশ এবং ৩০ জন ডিবিকেএলের কর্মকর্তা অংশ নেন।

অভিযানে আটককৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি, মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিশর ও সুদান থেকে একজন করে নাগরিক রয়েছে।

আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।

কিউটিভি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:২১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad