ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এমন ম্যাচ আগে দেখেনি পাকিস্তান

Ayesha Siddika | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৫ - ০৪:২১:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : তিন দিনও লাগেনি, আরও ভালোভাবে বললে দুইদিনেই শেষ হলো মুলতান টেস্ট। ৪০ উইকেট পড়তে লেগেছে ১০৬৪ বল। নিজেদের মাটিতে এর চেয়ে সংক্ষিপ্ত টেস্ট আর দেখেনি পাকিস্তান। সংক্ষিপ্ত হলেও স্বাগতিকরা মাঠ ছেড়েছে ১২৭ রানের বড় জয় নিয়ে।

পাকিস্তানের স্পিন অ্যাটাকের সামনে যে ওয়েস্ট ইন্ডিজ বেশিক্ষণ থিতু হতে পারবে না, তার ইঙ্গিত মিলেছিল প্রথম ইনিংসে। সেবার ৫ উইকেট নেন নোমান আলী। তবে প্রথম চারটি উইকেট ছিল সাজিদ খানের। দ্বিতীয় ইনিংসে দাপট দেখান এই অফ স্পিনার। মাত্র ৫০ রানে শিকার করেন ৫ উইকেট। সবমিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

২৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৩ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যালিক অ্যাথানেজ ছাড়া আর কোনো ব্যাটারই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। সাজিদ বাদে পাকিস্তানের হয়ে চারটি উইকেট নেন আবরার আহমেদ ও বাকি একটি নোমানের।

অথচ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৯ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। লাঞ্চের আগে একে একে ১২ উইকেটের পতন দেখা যায়। জোমেল ওয়ারিক্যানের ক্যারিয়ারসেরা বোলিংয়ের সামনে ১৫৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। কেবল ৩২ রানে ৭ উইকেট নেন ওয়ারিক্যান।

প্রথম সেশন যখন শেষ হয়, তখন ওয়েস্ট ইন্ডিজের অবস্থা ৫ উইকেটে ৫০ রান। এরপর পাকিস্তানের জয় কেবল সময়ের ব্যাপার ছিল মাত্র। আর সেটাই হলো। এনিয়ে দুই ইনিংসের  সবগুলো উইকেটই পাকিস্তানের স্পিনারদের দখলে গেল।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২৩০ ও ১৫৭ (মাসুদ ৫২, হুরায়রা ২৯; ওয়ারিক্যান ৭/৩২)
ওয়েস্ট ইন্ডিজ : ১৩৭ ও ১২৩ (অ্যাথানেজ ৫৫, ইমলাচ ১৪; সাজিদ ৫/৫০, আবরার ৪/২৭, নোমান ১/৪২)
ফল: পাকিস্তান ১২৭ রানে জয়ী।
ম্যাচসেরা: সাজিদ খান (৪/৬৫ ও ৫/৫০)।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান।

 

কিউটিভি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad