ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু বাংলাদেশের

Anima Rakhi | আপডেট: ১৮ জানুয়ারী ২০২৫ - ০৭:৩০:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে তারা। নেপালকে ৫২ রানে অলআউ্ট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।

মালয়েশিয়ায় অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।

নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরু থেকেই ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮ ওভার ২ বলে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।

নেপালের মেয়েদের অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ছিল ফিল্ডারদের। ৫ জন ব্যাটার সাজঘরে ফিরেন রানআউট হয়ে। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার, ফাহমিদা ছোয়া ও আনিসা আক্তার।

রান তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে, ২১ রানে জুটি গড়ে স্বস্তি এনে দেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। কেউই অবশ্য শেষ পর্যন্ত থাকতে পারেননি। ২৪ বলে ১ চারে সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া ইসলাম। আর ১২ রান করেন সুমাইয়া।

এরপর আফিয়া ইরাকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন জান্নাতুল মাওয়া। দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৫ রান করায় মাচসেরার পুরষ্কার পান তিনি।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

কিউটিভি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad