ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৭:৫৩:৪২ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : সারাদেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পার্বত্য রাঙামাটিতেও জেলা প্রশাসনের আয়োজনে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাঙামাটির রিজার্ভ বাজারের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুর স্টেডিয়ামে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।


এসময় রাঙামাটির পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সদর সেনাজোনের কমান্ডার লে: কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী-পিএসসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাঙামাটি জেলা পরিষদের সদস্যবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় দেড় শতাধিক স্টল নিয়ে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৬শে জানুয়ারী পর্যন্ত। হরেক রকম দেশীয় ও স্থানীয় সামগ্রীর সমাহার নিয়ে স্টল সাজিয়েছেন উদ্যোক্তারা।

মেলা প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের নতুনভাবে উজ্জীবিত করতে এবং পাহাড়ের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্যকে সারাদেশের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে স্থানীয়দের জন্যও একটি বিনোদনের মাধ্যম সৃষ্টি হয়েছে। এই মেলার আয়োজন রাঙামাটির অর্থনীতিতেও অবদান রাখবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে, মেলার সার্বিক নিরাপত্তা নিয়ে জানতে চাইলে রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, জেলা পুলিশের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়েছে। মেলার নিরাপত্তা জন্য সর্বদা পোশাবধারি ও সাদা পোশাকের পুলিশ নিয়োজিত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

দীর্ঘ প্রায় ২০ বছরের অধিক সময় রাঙামাটির রিজার্ভ বাজারের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুর স্টেডিয়ামে এই মেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবমুখোর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সকাল থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলা এই মেলা প্রাঙ্গণের পাশেই কাপ্তাই হ্রদের তীরবর্তী স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার ও কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্যাবলি মেলায় আগত দর্শনার্থীদের মাঝে অন্যরকম ভালো লাগার সৃষ্টি করবে।

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৫
▎সর্বশেষ

ad