ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ব্যালন ডি’অর নিয়ে রোনাল্ডোর দ্বিচারিতায় ক্ষুব্ধ রদ্রি

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৫ - ০৩:১৮:০৬ পিএম

ডেস্ক নিউজ : ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে সবশেষ বর্ষসেরার ব্যালন ডি’অর পুরস্কারটি হাতে তুলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। গত ২৮ অক্টোবর সেই ব্যালন ডি’অরের পর থেকেই চলছে বিতর্ক। যেই বিতর্কে সম্প্রতি ভিনির পক্ষে ভোট দিয়ে নিজেকে জড়িয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শুধু তাই নয়, পুরস্কার প্রধানের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন পর্তুগিজ সুপারস্টার। যা কিছুতেই মানতে পারছেন না প্রথম ব্যালন ডি’অরের স্বাদ পাওয়া রদ্রি। রোনাল্ডোর মন্তব্য নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এই ম্যানচেস্টার সিটি তারকা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডোর মন্তব্য নিয়ে রদ্রি বলেন, রোনাল্ডো যেহেতু অন্য যে কারও চেয়ে ব্যালন ডি’অর সম্বন্ধে ভালো জানেন, সে জন্যই তার এমন মন্তব্যে তিনি বিস্মিত হয়েছেন। রোনাল্ডোর মন্তব্য নিয়ে রদ্রি বলেন, ‘এটা বিস্ময়কর। সত্যিই। কারণ, পুরস্কারটি কীভাবে দেওয়া হয়, সেটা তিনি অন্য যে কারও চেয়ে ভালো জানেন। সবচেয়ে বড় কথা হলো, যেভাবে বিজয়ীকে বেছে নেওয়া হয়। এ বছর (আসলে ২০২৪ সালে) ভোট দেওয়া সাংবাদিকেরা সিদ্ধান্ত নিয়েছেন, পুরস্কারটি আমার জেতা উচিত। সম্ভবত এই একই সাংবাদিকেরা তাঁকেও ভোট দিয়ে জিতিয়েছেন। আমার মনে হয়, তখন তিনি আপত্তি করেননি।’এর আগে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন লিগ শিরোপা জেতানো ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকেই।

যে তালিকায় সবশেষ যোগ দেন রোনাল্ডো। ভিনির পক্ষ নিয়ে তিনি বলেন, ‘আমার মতে, সে-ই (ভিনিসিয়ুস) ছিল গোল্ডেন বল (ব্যালন ডি’অর) জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে। তারা এটা রদ্রিকে দিয়েছে, সে-ও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়ুসকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে ও ফাইনালে গোল করেছে।’শুধু তাই নয় ব্যালন ডি’অরের আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর সমালোচনাও করেন রোনাল্ডো। বলেন, ‘এই অনুষ্ঠানগুলো এমনই। তারা সব সময় এই কাজই করে।’

 

 

কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad